২৪ ঘন্টা ডট নিউজ।চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় অভিযান চালিয়ে অন্তত ৩শ অবৈধ স্থাপনা উচ্ছদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ।
বুধবার ১৫ জানুয়ারি সকাল ১১টা থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন সিডিএ’র স্পেশাল ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী।
তিনি জানান, বুধবার সকাল ১১ টা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতের পাড়ে গড়ে ওঠা অবৈধ দোকান ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান চালানো হয়। এ অভিযানে প্রায় ৩শ’র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আধা কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়েছে।
Leave a Reply