চট্টগ্রামে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ বিক্রির অপরাধে ১ জনের কারাদণ্ড

নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ গোডাউনে মজুদ রেখে বিক্রি করার অপরাধে দুলাল মিয়া (৬০) নামে এক ব্যাক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ১৫ জানুয়ারি দুপুরে নগরীর সদরঘাট থানার কদমতলী রওশন মসজিদ লেনে দুলাল স্টোরের গুদামঘরে অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ ওষুধ জব্দ করা হয় এবং ওই গুদামের মালিক দুলালকে কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তর চট্টগ্রামের ওষুধ তত্বাবধায়ক হোসাইন মোহাম্মদ ইমরান ও র‌্যাব ৭ এর একটি টিম সহায়তা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক জানান, তাদের কাছে আগে থেকে তথ্য ছিলো দুলাল নামের এ ব্যাক্তি রওশন মসজিদ লেনের একটি গুদামে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ বিপুল অবৈধ ওষুধ মজুদ করেছে এবং দীর্ঘদিন ধরে সে ওই গুদাম থেকে চাহিদা মতো ওষুধ নগরীর সিনেমা প্যালেস, নতুন ব্রিজ ও রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে বিক্রি করে আসছে।

এ খবরে বুধবার দুপুর সাড়ে ১২টার সময় র‌্যাবের সহযোগীতায় ওষুধ প্রশাসনের কর্মকর্তাদের সাথে নিয়ে দুলালের গুদামে অভিযান চালানো হয়। এসময় প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধসহ অবৈধ বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করে পরে তা ধ্বংস করা হয়।

তিনি বলেন, অবৈধ ওষুধ বিক্রি করার দায়ে দুলালকে ১ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *