গাউছুল আজম মাইজণ্ডারী’র ওরশ উপলক্ষে রাউজানে বর্ণাঢ্য মোটর র‍্যালি

গাউছুল আযম

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ)”র১১৪তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার উদ্যোগে বিশাল বর্ণাঢ্য মোটর র‍্যালী বের করা হয়েছে।

১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় বর্ণাঢ্য মোটর র‍্যালীটি গহিরা এ.জে ওয়াই.এম.এস বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে অদুদ চৌধুরী সড়ক হয়ে ফটিকছড়ি সড়ক দিয়ে দোস্ত মোহাম্মদ সড়ক, রাউজান সদরের রাঙ্গামাটি সড়কসহ রাউজানের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাউজান সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে শেষ হয়।গাউছুল আযম

বর্ণাঢ্য মোটর র‍্যালীতে অংশ নেন হাজারো মোটরসাইকেল, ছোট বড় পিকআপ, সিএনজি অটোরিক্সা।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোটর র‍্যালী উদযাপন পরিষদের আহবায়ক ইসমাইলের সভাপতিত্বে ও মোটর র‍্যালী উদযাপন পরিষদের সচিব মাওলানা হাবিবুল হোসাইন মাইজভাণ্ডারী পরিচালনায় বক্তব্য রাখেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার সভাপতি জাগের হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুপ আলী,মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম চৌধুরী, এস এম নুরুচ্ছাপা,মনছুর উদ্দিন,সালাউদ্দিন,সেলিমুল হক রুবেল,লোকমান হাকিম,মাষ্টার জাহাঈীর আলম,রাশেদ তালুকদার, সাদিকুজ্জামান শফি,মামুন মিয়া,সাংবাদিক শফিউল আলম,মোরশেদুর আলম,শাহাদাত হোসেন সাজ্জাদ,জাফর উল্লাহ্ চৌধুরী,মোহাম্মদ মোকতার,ইসমাইল হোসাইন,মাওলানা মহিম উদ্দিন,মনছুর আলম,তৌফিকুল হোসাইন,তৌহিদুল আলম,কাজী আসলাম,নাছির উদ্দিন তানভীর আকবর চৌধুরী,জাফর আহমেদ। মিলাদ ক্বিয়াম করেন মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী, মোনাজাত করেন আল্লামা মুফতি ইব্রাহিম আল্ কাদেরী প্রমুখ।

বর্ণাঢ্য মোটর র‍্যালীতে আগামী মহান ১০ই মাঘ ২৪ জানুয়ারি গাউছুল আজম হযরত মাওলানা শাহ্ সূফী সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারীর ওরশের দাওয়াত দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *