বিপিএলের সেরা খেলোয়াড় রাসেল

বাংলাদেশ প্রিমিয়ার লীগের সপ্তম আসরে খুলনা টাইগার্সকে ২১ রানে হারিয়ে বঙ্গবন্ধু বিপিএলের প্রথম শিরোপা জিতে নিল উত্তরের বিভাগ রাজশাহী রয়্যালস। আর তাদের এই শিরোপা জয়ের পেছনে যার সবচেয়ে বড় অবদান তিনি হচ্ছেন রাজশাহীর অধিনায়ক ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল৷

পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাট ও বল হাতে দলকে চ্যাম্পিয়ন করে ‘ম্যান অফ দ্যা ফাইনাল’ এবং ‘প্লেয়ার অব দি টুর্নামেন্ট’ নির্বাচিত হয়েছেন রাসেল। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১৩ ম্যাচে ১৮০ স্ট্রাইকরেটে ২২৫ ও বল হাতে ১৪ উইকেট নিয়েছেন তিনি৷

রাসেলকে নিয়ে রাজশাহীর খেলোয়াড়দের উল্লাস

তার এই দুর্দান্ত পারফর্ম্যান্স রাজশাহীর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে অনেক বড় ভূমিকা রয়েছে তাই স্বভাবতই টুর্নামেন্ট সেরার মুকুটটাও উঠেছে তার হাতে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *