বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) এর সপ্তম আসরে সবার চাইতে কম ম্যাচ খেলেও সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
আসরের শুরুর দিকে আলো ছড়াতে না পারলেও যতই সময় গড়িয়েছে, ততই নিজেকে ফিরে পেয়েছেন মোস্তাফিজ। ১২ ম্যাচে এই বাঁহাতির সংগ্রহ ২০ উইকেট। গড় ১৫.৬০। ওভারপ্রতি দিয়েছেন ৭.০১ রান।
দুই নম্বরে আছেন বিপিএলের ইতিহাসের সেরা বোলিংয়ের রেকর্ড গড়া পাকিস্তানের বাঁহাতি পেসার আমির। তার গড় ১৭.৭৫। ওভারপ্রতি দিয়েছেন ৭.০৫ রান। উইকেট সংখ্যা ২০।
তিনে থাকা রুবেলের ১৩ ম্যাচে উইকেট সংখ্যাও ২০টি। বিপিএলে নিয়মিত ভালো করা এই পেসার উইকেট শিকার করেছেন ১৭.৮৫ গড়ে। ইকোনমি ৭.৮৫।
১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে চতুর্থ স্থানে আছেন পেস দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ফ্রাইলিঙ্ক। তার গড় ১৯.৬০। ইকোনমি ৭.৩৯।
পাঁচে আছেন আরেক খুলনার পেসার শহীদুল ইসলাম। ১৩ ম্যাচে ঝুলিতে ভরেছেন ১৯ উইকেট। গড় ২০.৮০ আর ওভার প্রতি রান দিয়েছেন ৮.০৮।
১৮ উইকেট নিয়ে ষষ্ঠতে আছেন চট্টগ্রামের তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা। ১০ ম্যাচে ১৫.৮৩ গড় ও ৭.৫০ ইকোনমি তার।
Leave a Reply