কক্সবাজারের রামু উপজেলায় পুরাতন আরকান সড়কের লম্বা ব্রিজ থেকে বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩৫ জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে মেরংলোয়া রামু ল্যাবরেটরি স্কুলের পাশে লম্বা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এদের মধ্যে গুরুতর আহত ১৮ জনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে বাকিদের রামু স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। তারা জানান এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।
দুর্ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৬টার দিকে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রামু থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন দুর্ঘটনাকবলিত বাস সাব্বির এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব -১১-৫৮২৫) থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় এ সময় স্থানীয় জনগণ উদ্ধার কাজে সহায়তা করেন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাং আবুল খায়ের বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বনভোজনের একটি বাস খাদে পড়ে ৩৫ জনের মতো আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে আল্লাহ বড় ধরনের দুর্ঘটনা থেকে বাঁচিয়েছেন। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বনভোজনে বহনকারী ৪৫ আসনের একটি বাস ঢাকা থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। বাসটি রামু উপজেলার পুরাতন আরকান সড়কে লম্বা ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ব্যাটারিচালিত অটোকে সাইট দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ওই বাসে থাকা ৩০জন আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে কয়েকজনের অবস্থা শোচনীয় হওয়ায় তাদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply