বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) তে ফিরলেন নাজমুল আবেদিন ফাহিম। বিসিবির চাকরি ছেড়ে পুরনো ঘর বিকেএসপিতে দীর্ঘ ১৪ বছর পর ফিরেছেন নাজমুল আবেদিন।
তার হাত ধরে অনেক ক্রিকেটারই উঠে এসেছেন। বিকেএসপিতে থাকাকালীন অনেকেই তার দীক্ষায় আন্তর্জাতিক ক্রিকেটে রাঙিয়ে বেড়াচ্ছেন। বিকেএসপি থেকে যোগ দেন বিসিবিতে। বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে চাকরি করেন নাজমুল আবেদিন ফাহিম। তবে ধীরে ধীরে বিসিবিতে তার কাজের পরিধি কমানো হয়।
বিসিবির গেম ডেভেলপমেন্ট থেকে দেওয়া হয় নারী উইংয়ে। তার ছোঁয়াতে নারী দলের ক্রিকেটাররা বেশ সাফল্য পায়। তবে ধীরে ধীরে কাজের পরিধি কমে যাওয়ায় বিসিবির থেকে পদত্যাগ পত্র জমা দেন তিনি। গত মাসের ৩০ তারিখে বিসিবিতে তার শেষদিন ছিল। বিসিবি ছেড়ে পুনরায় যোগ দিয়েছেন বিকেএসপিতে।
দীর্ঘ ১৪ বছর পর বিকেএসপিতে ফিরেছেন নাজমুল আবেদিন ফাহিম। বিকেএসপিতে যোগ দিয়েছেন ক্রিকেট অ্যাডভাইজার পদে। ফিরেই বিভিন্ন কোচ, খেলোয়াড়দের সঙ্গে কাজ আলাপ করেছেন তিনি।
বিসিবি তার কাজের পরিধি কমিয়ে দিলেও ক্রিকেটারদের বিভিন্ন দুঃসময়ে পাশে ছিলেন নাজমুল আবেদিন। বাংলাদেশ দলের বর্তমান তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম, সাকিব আল হাসান তারই হাতে গড়া। এমনকি সৌম্য, লিটনের মত ক্রিকেটাররাও তার ছাত্র। মুশফিক তো নাজমুল আবেদিন ফাহিমকে তার ‘গুরু’ হিসেবেই মানেন।
নিজের দুঃসময়ে অনেকবারই নাজমুল আবেদিনের দারস্থ হয়েছেন মুশফিক। শুধু সাকিব-মুশফিক নয় এক সময়ের জাতীয় দলের তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক, নাঈম হাসান, শামসুর রহমান, সোহরাওয়ার্দী শুভও তার ছাত্র হিসেবেই পরিচিত। এমনকি নাইমুর রহমান দুর্জয়, কোচ সালাহউদ্দিনও তারই ছাত্র ছিলেন।
Leave a Reply