পটিয়া হাসপাতাল পেল নতুন অ্যম্বুলেন্স, ফিতা কেটে হস্তান্তর করলেন হুইপ

অ্যম্বুলেন্স পেলো পটিয়া হাসপাতাল

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম পটিয়া সরকারি হাসপাতালের রোগীদের সেবায় নতুন অ্যম্বুলেন্স প্রদান করা হয়েছে।

আজ শনিবার চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত অ্যম্বুলেন্সটি প্রদান করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী।পটিয়া হাসপাতালে অ্যম্বুলেন্স প্রদান করেন হুইপ সামশুল হক চৌধুরী

তিনি ফিতা কেটে নতুন এ অ্যম্বুলেন্সটির সেবা কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান, পটিয়া হাসপাতালের কর্মকর্তা মো. জাবেদ, পটিয়া পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ন ম টিপু সুলতান, রাশেদ মনোয়ার, বিজন চক্রবর্তীসহ আ,লীগের বিভিন্ন নেতাকর্মী।

এসময় হুইপ সামশুল হক চৌধুরী বলেন, জনগণের দ্বোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে সারাদেশেই নিরলস ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আজ পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ রোগীদের সেবায় নতুন অ্যম্বুলেন্স প্রদান করা হয়েছে। এতে দক্ষিণ চট্টগ্রামের অন্যান্য উপজেলা থেকে আসা রোগিরাও এখন নির্বিঘ্নে সেবা পাবে পটিয়া হাসপাতালে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *