সদ্য সমাপ্ত চট্টগ্রাম-৮ সংসদীয় আসনের উপনির্বাচনে ভোটারদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এবং দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ সংসদ সদস্য নির্বাচিত হয়ে গতকাল শপথ গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কর্তৃক ৫নং মোহরা ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।
তিনি আজ মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকেলে সৌদি আরবের মক্কা শরীফ থেকে পাঠানো এক বিবৃতিতে এ অভিনন্দন বার্তা প্রেরণ করেন।
সুজন বলেন ছাত্রজীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা অর্জন করা মোছলেম উদ্দিনের সংসদ সদস্য নির্বাচিত হয়ে মহান জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করা সকল রাজনীতিবিদদের জন্য আনন্দের বার্তা বয়ে এনেছে। তার নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে যে গুনগত পরিবর্তনের সৃষ্টি হয়েছে তা সবার জন্য সুফল বয়ে আনবে বলেও মত প্রকাশ করেন তিনি।
তিনি আরো বলেন, বোয়ালখালীর কালুরঘাট সেতু ছাড়াও নগরীর চাঁন্দগাও, পাঁচলাইশ, পূর্ব ষোলশহর, পশ্চিম ষোলশহর এবং মোহরা ওয়ার্ডের রাস্তাঘাট, অবকাঠামোসহ সার্বিক উন্নয়নেও মোছলেম উদ্দিনের জোরালো ভূমিকা আশা করেন সুজন।
বিশেষ করে অবহেলিত মোহরা ওয়ার্ডের রাস্তাঘাট উন্নয়ন এবং পানীয় জলের তীব্র সমস্যা সমাধানে ত্বড়িৎ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান সুজন।
এছাড়া বৃহত্তর বোয়ালখালী সহ নগরীর সাথে সম্পৃক্ত ওয়ার্ডসমূহের সমন্বয়ে চট্টগ্রাম-৮ আসনকে একটি সত্যিকার অর্থে অর্থনৈতিক অঞ্চলে রূপান্তরিত করতে জাতীয় সংসদে কার্যকর ভূমিকা রাখার আহবান জানান তিনি। তিনি জনগনের কথা ভুলে না গিয়ে জনগনের সুবিধা অসুবিধায় মোছলেম উদ্দিনকে জনগনের পাশে থাকার আহবান জানান।
তিনি আরো বলেন, এই নির্বাচনে বিএনপি তথা বিরোধী দল ভোটের ফলাফলের বিরুদ্ধে কার্যত কোন ধরনের তথ্য উপাত্ত প্রদর্শন করতে ব্যর্থ হয়ে নান রকম বিভ্রান্তমূলক বক্তব্য উপস্থাপন করছে।
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এই নির্বাচনে বিএনপি প্রার্থী প্রথম থেকেই নৌকার প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে দেখে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত ছিল। শেষ পর্যন্ত সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের ঐকান্তিক প্রচেষ্টায় জনগন একটি স্বচ্ছ সুন্দর নির্বাচন প্রত্যক্ষ করেছেন যা গণতন্ত্রের জন্য একটি শুভ সূচনা। এই নির্বাচনে ইভিএম নিয়ে বিএনপির অব্যাহত মিথ্যাচারও ভুল প্রমাণিত হয়েছে বলে মত প্রকাশ করেন সুজন।
Leave a Reply