মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাল্লাতল চা বাগানে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
গতকাল শনিবার মধ্য রাতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে আজ রোববার সকালে মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা জেনেছি। ঘটনাস্থলটি আমাদের এখান থেকে অনেক দূরে, সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এদিকে পাল্লাতল চা বাগানের ম্যানেজার এবিএম মাহবুবুর রহমান জানান, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে শুনেছি। বিস্তারিত এখনো জানি না।
Leave a Reply