ওবায়দুল হক মানিক, আরব আমিরাতঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে বছরব্যাপি নানা অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দুতাবাস, দুবাই ও উত্তর আমিরাত কনস্যুলেট জেনালের।
তারই ধারাবহিকতায় পুরো আমিরাত জুড়ে প্রবাসী বাংলাদেশীদের অংশ গ্রহনে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ উপলক্ষে গত ১৭জানুয়ারি সন্ধ্যা ৭টায় দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের হল রুমে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিদের সাথে নিয়ে এক প্রস্ততি সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দুবাই ও উত্তর আমিরাতের বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনালের ইকবাল হোসেন খান।
আগামী ২৪শে জানুয়ারী রাস আল খাইমায় ষ্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এ টুর্নামেন্ট উদ্ভোধন করা হবে। এ টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ গ্রহন করবে। এর মধ্যে দুবাই, শারজাহ, মাদাম, আজমান, উম্মল কুয়াইন, রাস আল খাইমা, ফুজিরা, আল আইন, বানিয়াছ, আবির, মুসাফ্ফা, শাহামা, দিব্বা, দুলিসকো, খোরপাক্ষান ও আবুদাবী। উদ্ভোধনী ম্যাচে প্রথমেই খেলবেন রাস আল খাইমা বনাম মাদাম। সংযুক্ত আরব আমিরাতের প্রত্যেক প্রদ্বেশে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কনস্যুলেটের দ্বিতীয় সচিব মোজাফ্ফর হোসেন,প্রকৌশলী আবু জাফর, অধ্যাপক আব্দুস সবুর, আয়উব আলী বাবুল, ইসমাইল গনি চৌধুরী, কাজী মোহাম্মদ আলী, মোজাহের উল্লাহ মিয়া, হাজী শফিকুল ইসলাম, মোঃ জুলফিকার ওসমান, মোঃ নজরুল ইসলাম, সুলতান আহাম্মেদ, আরসাদ হোসেন হিরু, আবু মুছা, এম সিরাজদৌলা, হাবিবুর রহমান, মীর আহাম্মেদ, আনছারুল হক আনছার, মুজিবুর রহমান, আবুল কাসেম ও সাংবাদিক ওবায়দুল হক মানিক সহ আরো অনেকে ।
Leave a Reply