বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন জেপি নাড্ডা

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়েছেন জেপি নাড্ডা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে নাড্ডার কাঁধে দলের দায়িত্ব তুলে দেওয়ার জন্য সোমবার নির্বাচন প্রক্রিয়ার সম্পাদন করে বিজেপি।

সোমবার সকাল সাড়ে দশটা নাগাদ সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন পত্র জমা দেন বর্তমানে কার্যকরী সভাপতির দায়িত্বে থাকা নাড্ডা। অন্য কেউ মনোনয়ন পত্র সংগ্রহ না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনিই সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই উপলক্ষে দলের সদর দফতরে অনুষ্ঠানের আয়োজন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল। সেই অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি নাড্ডাকে অভিনন্দন জানানোর পাশাপাশি কর্মীদের উদ্দেশে ভাষণও দেবেন মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিদায়ী বিজেপি সভাপতি অমিত শাহ।

জানা যায়, সভাপতি হিসেবে নাড্ডার নাম প্রস্তাব করেন দলের সংসদীয় বোর্ডের প্রাক্তন প্রধানরা অর্থাত্‍‌ নাম প্রস্তাব করেন অমিত শাহ, রাজনাথ সিং ও নীতিন গডকড়ি। সেই প্রস্তাবে সম্মতি জানান বিজেপির জাতীয় পরিষদের সদস্যরা।

বিজেপির কেন্দ্রীয় নির্বাচক কমিটির প্রধান রাধা মোহন সিং এর আগে জানিয়েছিলেন, ১০টা থেকে ১২টার মধ্যে মনোনয়ন পত্র জমা দিতে হবে। ১২.৩০টা থেকে ১.৩০টা পর্যন্ত মনোনয়নপত্রের স্ক্রুটিনি চলবে। দেড়টা থেকে আড়াইটে পর্যন্ত প্রার্থীপদ প্রত্যাহার করা যাবে। নাড্ডা একমাত্র প্রার্থী হওয়ায় মঙ্গলবারের ভোটগ্রহণের কোনও প্রয়োজন পড়বে না বলে জানা গিয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *