সৈয়দপুরে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

শাহজাহান আলী মনন, নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুরে মানসিক ভারসাম্যহীন যাটোর্ধ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।

২১ জানুয়ারি মঙ্গলবার সকালে উপজেলার কামারপুকুর বাজারস্থ মেসার্স রাজা ফিলিং স্টেশনের বিপরিতের মার্কেটের সামনে থেকে এ লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, উল্লেখিত এলাকায় এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। পরে থানা থেকে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রিপোর্ট করে। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর থানার এসআই দিলিপ কুমার রায়। পরে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এলাকাবাসী জানায় মৃত লোকটি গত কিছুদিন যাবত কামারপুকুর বাজার এলাকায় ঘুরাঘুরি করতো এবং রাতে মার্কেটের সামনে বারান্দায় থাকতো। তবে কারো সাথে কোন কথা বলতো না। মুখে লম্বা দাড়ির ওই লোকের পড়নে গেঞ্জি, শার্ট, জিন্সের প্যান্ট ও কালো জ্যাকেট রয়েছে। পাতলা গড়নের ওই ব্যক্তি মাঘ মাসের হাঁড় কাপানো প্রচন্ড শীতের কারণে মারা গেছে বলে অনেকে মনে করছে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, লাশটি ময়না তদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *