পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

২৪ ঘন্টা ডট নিউজ। পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের স্টেশন রোড ও রেল স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি ফার্মেসি ও একটি হোটেলকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান।

অভিযানে লাইসেন্স না থাকায় মরিয়ম কিউর নামক ফার্মেসি মালিক মো. সুজনকে ২০ হাজার টাকা ও অপরিচ্ছন্ন ও নোংড়া পরিবেশে খাবার পরিবেশনের দায়ে গাউছিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর মালিক নুরুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।পটিয়ায় ফার্মেসি ও হোটেলকে জরিমানা

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান অভিযান অব্যাহত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট এলাকার সকল ব্যবসা প্রতিষ্ঠানে লাইসেন্স সংগ্রহ ও পরিস্কারভাবে হোটেল ব্যবসা পরিচালনার কথা বলেন। অন্যতায় ভবিষ্যতে আরো কঠোর আইন প্রয়োগ করা হবে জানালেন এ নির্বাহী কর্মকর্তা ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *