২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : মাসিক অপরাধ সভায় চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন থানা ও জেলার ২২ পুলিশ কর্মকর্তাকে স্বীকৃতি স্মারক প্রদান করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, বিপিএম, পিপিএম (বার)।
গতকাল ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক সভায় এসব কর্মকর্তাদের হাতে তাদের স্বীকৃতি স্মারক তুলে দেন ডিআইজি।
এ সভায় অপরাধ নিয়ন্ত্রণে তদারকিসহ ক্রাইম ম্যানেজমেন্টে বিশেষ অবদান রাখায় পুরস্কৃত হয়েছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।
এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে সহকারী পুলিশ কমিশনার সদর ও ট্রাফিকের দায়িত্ব পালন করেছেন মাহমুদা। ২০১৭ সালের ৫জুন তিনি চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।
অপরাধ বিষয়ক মাসিক সভায় অতিরিক্ত ডিআইজিসহ চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন সকল জেলা পুলিশ সুপারসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানা যায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ২৮তম বিসিএসের মাধ্যমে ২০১০ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন মাহমুদা বেগম।
যোগদানের পর পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত’র দক্ষিণ এশিয়ার একমাত্র নারী পুলিশ সদস্য হিসেবে আলোচিত হয়েছিলেন।
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার কঙ্গোতে অপারেশ অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে সোয়াতের এই নারী সদস্যকে নিয়ে বিশেষ তথ্যচিত্র নির্মাণ করেন (ইউনাটেড ন্যাশন-ওএনও হেবডো)।
Leave a Reply