২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : সারাদিন স্কুলে পাঠদান শেষে বাড়ি গিয়ে খেলাধুলা করার জন্য মন কেমন আনচান করছিলো ৮ম শ্রেণীতে পড়ুয়া ছাত্র রবিউল হাসানের। আর তাই বাড়ি থেকে অল্প দুরের পথ পারি দিতে উঠেছিলো ব্যাটারিচালিত টমটমে।
তবে বাড়ি গিয়ে তার আর খেলাধুলা করার সুযোগ হয়নি। টমটম চালকের অসতর্কতা ও বেপোরোয়া গতির কারণে সড়কেই টমটম উল্টে না ফেরার দেশে পারি দিয়েছে রবিউল।
আজ ২২ জানুয়ারি বুধবার বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ের নতুন হাট এলাকায় যাত্রীবাহি টমটম উল্টে মারা যায় স্কুল ছাত্র রবিউল।
নিহত স্কুল ছাত্রের নাম রবিউল হাসান। সে পুরানগড় শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র এবং পুরানগড় ইউনিয়নের ২নং ওয়ার্ড বৈতরণী গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার উদ্দ্যেশে টমটমে উঠেছিলো রবিউল। এসময় টমটম চালকের বেপোরোয়া গতিতে হঠাৎ টমটমটি উল্টে যায় এবং গুরুতর আহত হয় রবিউল।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় আশশেফা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক অসীম বড়ুয়া নিহতের তথ্যটি নিশ্চিত করেছেন।
Leave a Reply