মিরসরাই উপজেলা সদরে একটি তিনতলা বিশিষ্ট মার্কেটের মূল ফটক ও সিঁড়ি রাতের আধারে ভেঙ্গে ফেলেছে পৌরসভা কর্তৃপক্ষ। উপজেলার কলেজ রোডে অবস্থিত উক্ত হক সুপার মার্কেটের মূল ফটক ও সিড়ি ভেঙ্গে ফেলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ব্যবসায়ীরা।
বুধবার (২ অক্টোবর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে হক সুপার মার্কেটের ব্যবসায়ী ও বাসার ভাড়াটিয়ারা অংশগ্রহণ করেন।
আলম মোবাইল সেন্টারের মালিক মোহাম্মদ আলম বলেন, আমাদের মার্কেটে ২২টি দোকান, ৭টি অফিস ও ১০টি পরিবার বসবাস করে। মার্কেটের সামনের জায়গায় মিরসরাই পৌরসভা বহুতল কিচেন মার্কেট করতেছে।
পৌর কর্তৃপক্ষ দোকানের ব্যবসায়ীদের বিষয় বিবেচনা না করে মার্কেটের প্রবেশ মুখের সিঁড়ি ভেঙ্গে ফেলে। আমরা পৌরসভা নিয়মিত কর দিয়ে আসলেও পৌরসভা আমাদের ব্যবসা করার কোন সুযোগ দেয়নি। এখন আমাদের পথে বসা ছাড়া আর কোন উপায় নেই।
এ সময় ব্যবসায়ী মোঃ জাহিদ, দেবাশিষ দেবনাথ, ইউসুফ, রুবেল বক্তব্য রাখেন।
ব্যবসায়ীরা জানায়, রাতে সিঁড়ি ভাঙ্গার সময় আমরা খবর পেয়ে পৌর কর্তৃপক্ষকে বাঁধা দিলেও আমাদের কোন কথা তারা শুনেননি। এরপর মিরসরাই থানায় কল করেও কোন সহায়তা পাওয়া যায় নি।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে স্মারকলিপি দেন ব্যবসায়ীরা।
মিরসরাই পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বলেন, মিরসরাই পৌরসভার বহুতল কিচেন মার্কেট করার জন্য উন্নয়ন কর্মকান্ড চলছে। পৌর মার্কেটের পিছনের অংশে অবস্থিত হক সুপার মার্কেটের সিঁড়ির জন্য উন্নয়ন কাজের সমস্যা দেখা দিলে বিকল্প যোগাযোগের জন্য হক সুপার মার্কেটের উত্তর পাশ দিয়ে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। হক সুফার মার্কেটে প্রবেশের জন্য সিঁড়িটি গুরুত্বপূর্ণ নয়। উক্ত সিঁড়ি ছাড়া ও মার্কেটের ভেতর অন্য সিঁড়ি রয়েছে দোতলা ও তিন তলার জন্য যেটি মার্কেটের মূল সিঁড়ি । যে সিঁড়ি ভেঙ্গে ফেলা হয়েছে সেটি মূল সিঁড়ি নয় এটি বিকল্প সিঁড়ি এবং মার্কেটের মূল কাঠামোর সাথে এর কোন সম্পর্ক নেই বরং এটি সরকারী উন্নয়ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছে । তাই মিরসরাইয়ে জনগনের সার্থে উন্নয়নের সার্থে অপ্রয়োজনীয় ও বিকল্প সিঁড়িটি অপসারণ করা হয়েছে ।
এছাড়া তিনি বলেন পৌর কিচেন মার্কেটের ভেতর দিয়েও হক সুপার মার্কেটে যোগাযোগের জন্য গলির ব্যবস্থা রাখা হয়েছে। কাজ শেষ হলে যা দৃশ্যমান হবে। ব্যবসায়ীদের বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি আহবান জানান।
Leave a Reply