খাগড়াছড়ির নানা বাড়িতে বেড়াতে এসে আগুনে পুড়ে নিহত ভাই-বোন

খাগাছড়িতে আগুনে পুড়ে ভাই বোনের মৃত্যু

২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে নানা বাড়ি বেড়াতে এসে আগুনে পুড়ে মারা গেছে দুই ভাই বোন। গতকাল বুধবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার লিখেয়াপাড়ায় আগুনের ঘটনাটি ঘটে। আগুনে রান্নাঘরসহ একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

রান্নার চুলা থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডের ঘটনায় ঘুমন্ত অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। নিহতরা হলেন মানিকছড়ির বাটনাতলীর লিখেয়াপাড়ার মেম্যাং মারমার সন্তান মংসালো মারমা (১২) উম্রা মারমা (৬)।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন ওই গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছেল মংসালো মারমা ও উম্রা মারমা। রাতের খাওয়া ধাওয়া শেষ করে তাদের এক মাসির সাথে ঘুম পাড়িয়ে নানা ও নানি পাশের একটি চায়ের দোকানে টেলিভিশন দেখতে যান।

কিছুক্ষণ পরে তাদের ঘরের রান্না ঘরে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। ততক্ষনে ঘুমন্ত অবস্থায় পুড়ে মারা যায় তাদের দুই নাতনি। আগুন লাগার পর থেকে নিখোঁজ রয়েছেন ওই মাসি।

এলাকাটি দুর্গম এলাকায় হওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে পৌঁছাতে পারেননি বলে জানা গেছে।

মানিকছড়ি থানার ওসি (তদন্ত) আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে রান্নার চুলার আগুন থেকে তাদের ঘরে আগুন লাগে। এ সময় ঘুমন্ত অবস্থায় দুই ভাইবোনের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ভাইবোনের লাশ উদ্ধার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *