গ্র্যাজুয়েটদের আথিতেয়তা দিতে প্রস্তুত কুবি ছাত্রলীগ

  |  বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২০ |  ১০:১৯ অপরাহ্ণ
24ghonta-google-news

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম সমাবর্তন। প্রায় তিন হাজার গ্র্যাজুয়েট সনদ নিতে আসবেন তাদের প্রিয় লাল মাটির সবুজ ক্যাম্পাসে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সমাবর্তনের আগের রাতে আগত গ্র্যাজুয়েটদের আবাসন ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানিয়েছে কুবি শাখা ছাত্রলীগ।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় জেলা শহর থেকে দূরে অবস্থিত। এ কারণে সাবেক শিক্ষার্থীরা ভোগান্তির শিকার হতে পারে। এছাড়া তীব্র শীতের কারণে ভোগান্তির শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের নিজেদের থাকার জায়গা ছেড়ে দেওয়ার জন্য আবাসিক হলগুলোতে নিদের্শ প্রদান করা হলো।’

24ghonta-google-news

এই থাকার ব্যাপারটি তদারকির জন্য প্রত্যেকটি হল শাখা কমিটির প্রতিনিধিদের মাধ্যমে দায়িত্বও ঠিক করে দেওয়া হয়েছে শাখা ছাত্রলীগের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গ্র্যাজুয়েটরা শাখা ছাত্রলীগের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

সাবেক শিক্ষার্থীদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ। তিনি বলেন, ‘সাবেকদের ভোগান্তি লাঘব এবং নিজেদের ভাতৃত্বের বন্ধন অটুট রাখতে শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা নিজেদের থাকার জায়গা ছেড়ে দিয়ে থাকার ব্যবস্থা করবে।’

24ghonta-google-news
24ghonta-google-news