সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া আর আর টেক্সটাইল মিলস্ বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্র-শিক্ষক পূনর্মিলনী পরিষদের আয়োজনে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল থেকে স্কুল প্রাঙ্গনে দিনব্যাপী উক্ত মিলনমেলা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে বর্নাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি স্কুল থেকে শুরু হয়ে ঢাকা-মহাসড়ক পদক্ষিণ করে আবার
স্কুলে এসে শেষ হয়।
জাতীয় সংগীতে মাধ্যমে মিলন মেলার মূল অনুষ্ঠান শুরু হয়। দিনব্যাপী মিলনমেলায় গুণীজন সংবর্ধনা, ক্রেস্ট প্রদান, স্মৃতিচারণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত মিলন মেলায় আর আর টেক্সটাইল মিলস্ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব দিদারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশবাড়ীয়া ইউপি চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর, আর আর টেক্সটাইল মিলস্ এর প্রকল্প প্রধান এনামুল হক ভূইয়া, স্কুলের প্রধান শিক্ষক মোঃ এসকান্দার হোসেন, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ মাহ্ফুজ, আর আর টেক্সটাইল মিলস্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সাংবাদিক কামরুজ্জামান কামরুল প্রমূখ।
Leave a Reply