সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলকায় নির্মাণাধীন ভবনের ৮ম তলার ছাদ থেকে পড়ে মো মাহিন (২৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারী) দুপুর পৌনে একটার সময় ভাটিয়ারী এলাকার গিয়াস উদ্দিন এর বাড়িতে এঘটনা ঘটে।
নিহত মাহিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানাধীন গৌড়গাট্টা সৈয়দ আলী বাড়ির মৃত রফিক এর ছেলে।
জানা যায়, নতুন নির্মাণাধীন একটি আটতলা ভবনে কাজ করার সময় অসাবধানত পা পিচলে সে নিচে পড়ে যায়, এসময় গুরুত্বর আহতবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোঃ শামীম শেখ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দূর্ঘটনার বিষয়টি তদন্ত করে দেখা হবে।
Leave a Reply