শিশু ধর্ষণকারী জুবায়ের গ্রেপ্তার

রাজধানীর সবুজবাগ-বাসাবো এলাকায় সাত বছরের শিশু ধর্ষণকারী কলেজছাত্র জুবায়েরকে (২৫) হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত ১১টায় তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৩ এর একটি দল। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৩’র অতিরিক্ত পুলিশ সুপার স্টাফ অফিসার (অপস ও ইন্ট শাখা) এবিএম ফাইজুল ইসলাম।

র‌্যাব-৩ এর সূত্র জানায়, গ্রেপ্তারকৃত কলেজছাত্র সবুজবাগ-বাসাবো এলাকায় একটি সাবলেট বাসায় ভাড়া থাকতেন। গত ১৬ জানুয়ারি সকালে তার পাশের রুমে বসবাসকারী পরিবারের এক শিশুকে ফুঁসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের বিষয়ে তাৎক্ষণিকভাবে শিশুটি পরিবারের কাছে কিছু বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টি টের পান। তিনি এ ব‍্যাপারে শিশুটিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনার কথা স্বীকার করে।

এ ঘটনায় ২২ জানুয়ারি রাতে সবুজবাগ থানায় শিশুটির বাবা মামলা করেন। মামলার খবর পেয়ে ওই কলেজছাত্র হবিগঞ্জে পালিয়ে আসেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ে অবস্থান নিশ্চিত হয়ে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *