গৃহবধূকে হাত-পা বেঁধে চুল কেটে নির্যাতন, স্বামী আটক

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে খাদিজা খাতুন (২৫) নামে এক গৃহবধূকে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে চুল কেটে দিয়েছে তার স্বামী ও শ্বশুর-শাশুড়ি।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গভীর রাতে উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। খাদিজা ওই গ্রামের শাহেদ ফকিরের স্ত্রী।

এ ঘটনায় ওই গৃহবধূ শুক্রবার (২৪ জানুয়ারি) ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

হাসপাতালে চিকিৎসাধীন খাদিজা খাতুন জানান, তিনি দুই সন্তানের জননী। পারিবারিক অভাব-অনটন নিয়ে মাদকাসক্ত স্বামী শাহেদ হোসেনের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হয়। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে খাদিজার শোবার ঘরে ঢুকে তার স্বামী শাহেদ, শ্বশুর মালেক ফকির ও শাশুড়ি শাহিদা খাতুন তাকে মারধর করেন। এক পর্যায়ে হাত-পা ও মুখ বেঁধে কাঁচি দিয়ে চুল কেটে দেন।

পরে এ ঘটনা কারো কাছে প্রকাশ না করার শর্তে খাদিজাকে ছেড়ে দেয়া হয়। ভোরে সুযোগ বুঝে খাদিজা বাড়ি থেকে পালিয়ে পাশে তার মামা আবুল কালামের বাড়িতে আশ্রয় নেয়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মামলার পর শুক্রবার দুপুরে স্বামী শাহেদকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি মাসুদ রানা জানান, হাসপাতালে গৃহবধূর খোঁজখবর নিয়েছেন। অন্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *