তুরস্কে ভূমিকম্পে নিহত ১৯, আহত ৬০০

তুরস্কের পূর্বাঞ্চলীয় এলাজিগ প্রদেশে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১৯ জন। আহত হয়েছেন সাড়ে ছয় শতাধিক।

দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদলু এজেন্সি এ তথ্য দিয়েছে।

নিহতদের মধ্য পূর্বাঞ্চলীয় প্রদেশ এলাজিগের ১৩ জন, মালাতায়ার চারজন এবং দিয়েরবাকির একজন রয়েছেন। আহত হয়েছেন মোট ৬৫১ জন। এর মধ্যে ৪০৩ জনই এলাজিগ প্রদেশের।

তুরস্ককের পরিবেশ এবং নগরায়ণ মন্ত্রী মুরাত কুরুম জানিয়েছেন, ভূমিকম্পে এলাজিগ প্রদেশের সিব্রিচ জেলার পাঁচটি এবং মালাতায়ার দোগানয়োল জেলার ২৫টি ভবন বিধ্বস্ত হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, তুরস্কের স্থানীয় সময় রাত ৮টা ৫৫ মিনিটের দিকে সিব্রিচে এই ভূমিকম্প আঘাত হানে। তুরস্ক প্রধান ফল্টলাইনে অবস্থিত এবং দেশটিতে বারবার ভূমিকম্পের ঝুঁকি রয়েছে।
তুর্কি টেলিভিশনগুলোতে দেখা যায়, আতঙ্কিত লোকজন বাসাবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসছেন। এ সময় ভবনের ছাদে আগুন জ্বলতেও দেখা যায়।

দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *