মির্জাপুলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মেয়র

মির্জাপুলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে মেয়র

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর শুলকবহর ওয়ার্ডের কাতালগঞ্জ মির্জাপুল এলাকার ডেকোরেশন গলিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের দেখতে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন।

গতকাল শুক্রবার বিকেলে সিটি মেয়র ঘটনাস্থলে পৌছলে অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থরা আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। এ অগ্নিকাণ্ডে প্রায় ২’শ পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

ক্ষতিগ্রস্থ প্রায় ২শত পরিবারকে আপদকালীন নগদ অর্থ প্রদান করেন সিটি মেয়র। এছাড়া গৃহস্থালি সামগ্রী ও ভরণপোষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য চসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস প্রদান করেন এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে নগরীর বিত্তবানসহ সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ডা. শেখ সফিউল আজম, সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সহ-সভাপতি আবদুস সালাম, চসিক কাউন্সিলর মো. মোরশেদ আলম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জেসমিন পারভীন জেসি,নগর আওয়ামী লীগ নেতা বেলাল আহমেদ, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক শেখ সরওয়ার্দী, কাতালগঞ্জ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ইমরানুল হক, সাধারণ সম্পাদক রফিক আহমদ, নুরুল আনোয়ার, মহিউদ্দিন, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *