বাকলিয়ার লোকমান হত্যার অন্যতম আসামি ছোটন গ্রেফতার : আদালতে জবানবন্ধি

লোকমান হত্যা

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার আলোচিত লোকমান হত্যার অন্যতম আসামি মো. রাকিবুল ইসলাম ছোটনকে (২২) ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ জানুয়ারি) ঢাকার গুলশান-২ প্রিমিয়ার সুইটসের সামনে থেকে বাকলিয়া থানা পুলিশের একটি টিম ছোটনকে গ্রেফতার করে।

গ্রেফতারের পর চট্টগ্রামে আনার পর শনিবার (২৫ জানুয়ারি) ছোটনকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে তোলা হয়। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক আদালতের কাছে খুনের দায় স্বীকার করে নিয়ে জবানবন্দি দিয়েছে ছোটন।

পুলিশ জানায়, ছোটন ব্র্রাহ্মনবাড়ীয়া জেলার নবীনগর থানার নওগাঁ গ্রামের মৌলভী বাড়ির আবদুল নুর মিয়ার পুত্র। বর্তমানে সে চট্টগ্রাম নগরীর চকবাজার ডিসি রোড এলাকার ইদ্রিস কলোনিতে বাসা ভাড়া নিয়ে থাকেতেন।

গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার (ওসি) অফিসার ইনচার্জ মোহাম্মদ নেজাম উদ্দীন। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ছোটনের অবস্থান নিশ্চিত হয়ে বাকলিয়া পুলিশের একটি টিম ঢাকার গুলশান থেকে ছোটনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

তিনি জানান, ছোটন গ্রেফতার এড়াতে চুল কেটে দাঁড়ি শেভ করে বেশভূষা পরিবর্তন করে ছদ্মনাম ধারণ পূর্বক ঢাকার গুলশান এলাকায় অবস্থান নেন।

চট্টগ্রাম আনার পর শনিবার আদালতে হাজির করলে ছোটন হত্যার দায় স্বীকার করে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জবানবন্ধি দেন। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দিতে ছোটন নিজ হাতে গুলি করে লোকমানকে হত্যা করার কথা স্বীকার করেছে। জবাববন্দি শেষে আদালত ছোটনকে কারাগারে পাঠিয়েছেন বলে জানায় ওসি।

উল্লেখ্য, গত বছরের ৬ এপ্রিল এক কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক নিয়ে সৃষ্ট বিবাদের জের ধরে বাকলিয়া থানার ফুলতলা খালপাড়া এলাকায় লোকমান খুন হয়। হত্যাকাণ্ডের পরের দিন বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। এতে হত্যাকাণ্ডের ১নং আসামি সাইফুলের প্রধান সহযোগী হিসেবে ছোটনকে আসামি করা হয়।

ঘটনার দুই দিন পর সাইফুলকে পুলিশ গ্রেফতার করে। পরে তার দেয়া তথ্যমতে পুলিশ অন্যান্য আসামিদের ধরতে অভিযানে গেলে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে নিহত হয় সাইফুল। লোকমান হত্যায় এ পর্যন্ত পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে বলে থানা সূত্রে জানা গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *