২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজান সাংসদ ও রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে শিক্ষার্থীদের প্রতিভা দেখে আমি অভিভূত। রাউজানের প্রতিটি শিক্ষাঙ্গনে আজ শিক্ষার্থীরা প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে।
তিনি বলেন, শিক্ষার্থীদের খেলাধুলার বিকাশে আমি প্রতিটি স্কুল, কলেজের মাঠকে খেলার উপযোগী করে গড়ে তুলেছি। আমি মনে করি শিক্ষার্থীরা যথাযথ সুযোগ-সুবিধা পেলে আরো বড় পরিসরে গিয়ে নিজেদের প্রতিভা বিকাশের পাশাপাশি রাউজানের সুনাম বৃদ্ধি করবে।
তিনি আজ ২৫ জানুয়ারি শনিবার বিকেলে রাউজানের নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং উৎপল কুমার চৌধুরী, আহমেদ হোসাইন ও সালসাবিল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামনুন আহমেদ, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক এসিও এ এম হোসাইন, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলহাজ দিদারুল আলম, কলেজ পরিচালনা কমিটির সদস্য এসএম মঞ্জুর হোসেন, জাহাঙ্গীর সিকদার, সাবেক ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম, আবুল বশর বি কম, মাসদু হোসেন, এস এম মাহাবুব আলম কোম্পানী, নোয়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ সৈয়দ আহমদ।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ, ইউপি প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়া মেম্বার, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান আব্বাস উদ্দিন আহমেদ, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, এডভোকেট দিপক কান্তি দত্ত, নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আলমগীর, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি মফজল হোসেন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক দিদারুল আলম, সাবেক কলেজ ছাত্রলীগ সভাপতি ম্যালকম চক্রবর্ত্তী, নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি এসএম সোলেমান বাদশা, ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান।
উপস্থিত ছিলেন কলেজ শিক্ষক মুহাম্মদ ইসমাইল, আয়েশা পারভিন, আহমদ হোসেন, অনুপ কুমার নাথ, পম্পি বিশ্বাস, মুহাম্মদ নুরুল ইসলাম, লালন কান্তি দাশ, কামরুন্নেছা হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আরিফ ইসলাম, সহ সম্পাদক রুবেল বৈদ্য।
শেষে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্য পুরস্কার বিতরণ করেন।
Leave a Reply