ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট-২০২০’ নামক দুটি টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার ২৪ জানুয়ারি অসংখ্য প্রবাসিদের উপস্থিতিতে লাল সবুজের বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান। এ সময় স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটির বিশিষ্টজন এবং কন্সুলেটের কমার্শিয়াল কাউন্সেলর কামরুল হাসান, শ্রম কাউন্সেলর ফাতেমা জাহান, প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) নূরে মাহবুবা জয়া, ভাইস কন্সাল মোজাফফর হোসেন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কনসুলেট জেনারেল, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটি এবং বাংলাদেশ কমিনিউটি আমিরাতের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু’র জন্মশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে রাখতে এই আয়োজন বলে জানানো হয়েছে।
কনস্যুলেট এবং কমিউনিটি আয়োজিত টুর্ণামেন্টে আমিরাতের ১৬টি শহর, উপশহর হতে ১৬ টি টিম অংশ নিয়েছে। প্রতি শুক্রবার আমিরাতের নানা প্রদেশে খেলা অনুষ্ঠিত হবে। খেলার ফাইনাল হবে মার্চে। খেলায় বিজয়ি দলকে ১০৭ গ্রামের স্বর্ণকাপ উপহার দেওয়া হবে। বঙ্গবন্ধুর ১০০ তম জন্মবার্ষিকী এবং আমিরাতের ৭টি প্রদেশ এই মিলিয়ে ১০৭ গ্রাম স্বর্ণ দিয়ে কাপ থাকবে বলে জানিয়েছেন কনসাল জেনারেল ইকবাল হোসেন খান।
Leave a Reply