২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : বাসে যত্রতত্র যাত্রী উঠানামা বন্ধে সড়কে সচেতনতামূলক অভিযান চালিয়ে চালক-হেলপারদের সতর্ক করলেন ট্রাফিক বিভাগ (বন্দর)।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১০টা থেকে থেকে রোববার (২৬ জানুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত সচেতনতামূলক এ অভিযানে অন্তত ২০০ চালকের কাছ থেকে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা করার অঙ্গীকার নেওয়া হয়।
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার সল্টগোলার সী-ম্যানস হোস্টেল গেট এলাকায় সচেতনতামূলক অভিযানে প্রাথমিকভাবে চালকদের সতর্ক করে অঙ্গিকার নেওয়া হলেও পরবর্তীতে কঠোর আইনের প্রয়োগ করে জরিমানা করা হবে বললেন ট্রাফিক বিভাগ।
বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) হারুনুর রশীদ গণমাধ্যমকে বলেন, আপাতত আমরা সচেতনমূলক অভিযান চালিয়ে তাদের থেকে অঙ্গীকার নামায় স্বাক্ষর নিচ্ছি। পরবর্তীতে অঙ্গীকার ভঙ্গ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।
তিনি বলেন সচেতনমূলক এ অভিযানের ফলে চালক-হেলপার সতর্ক হবে। যত্রতত্র গাড়ি থামাবে না। নির্ধারিত স্টপেজে বাস থামিয়ে সতর্কতার সাথে যাত্রী ওঠানামা করলে যানজট ও দুর্ঘটনা কমবে।
Leave a Reply