২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের কর্ণফুলি নদীর পার্শ্ববর্তী এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন ইট ভাটা প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।
২৭ জানুয়ারি সোমবার সকাল ৭টা থেকে কর্ণফুলী উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, র্যাব-৭ ও থানা পুলিশের একটি টিমের সহায়তায় অভিযান পরিচালনা করেন চট্টগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তর।
জানা যায়, নদীরপাড় অবৈধভাবে দখল করে গড়ে উঠা ইআরবি নামক একটি ইট ভাটা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাদের পোড়ানো ইট ভেঙে দিয়ে এবং কাঁচা ইট নষ্ট করা হয়। এসময় টিএনবি নামের আরেকটি ইটভাটায় অভিযান চালানো হয়।
তাছাড়া পরিবেশ অধিদপ্তর থেকে কোনো ছাড়পত্র না নিয়ে নদীরপাড় অবৈধভাবে দখল করার অপরাধে পায়রাব্রিজ নামের একটি প্রতিষ্ঠানকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
তথ্যটি নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন-অর-রশিদ পাঠান বলেন, অভিযান শেষে ইআরবি ও টিএনবি ইট ভাটা প্রতিষ্ঠানকে জরিমানা করা হবে। তাছাড়া সংশ্লিষ্ট এলাকায় গড়ে উঠা সকল ইট ভাটা প্রতিষ্ঠানে একে এক অভিযান চালানো হবে।
Leave a Reply