আনন্দঘন পরিবেশে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সফর অনুষ্ঠিত

ফটিকছড়ি প্রতিনিধি : সকালের রবিটা সবেমাত্র উঁকি দিয়েছে। গ্রামটা তখনও নিস্তব্ধ, ফাঁকা রাস্তাটিও যেন খানিকটা জিড়িয়ে নেওয়ার সুযোগ পেল। বাসন্তী পাখিদের কলকাকলীতে মুখর আশপাশের গাছগুলো ও মায়াবী এক রুপ নিল বোধহয়।

এমনই এক রোমাঞ্চকর পরিবেশে বিদ্যালয়ের ফটকে জড়ো হতে থাকে একদল জ্ঞানপীপাসু প্রকৃতিপ্রেমী শিক্ষার্থী ও অভিভাবক। কিছুক্ষণের মধ্যেই স্কুল মাঠটি রুপ নেয় এক মিলনমেলায়। দূর থেকে যাদের একদল ফিনিক্সের মতোই মনে হচ্ছিল। বর্ণনা করছিলাম ফটিকছড়ি পৌরসভার রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২০ সালের বার্ষিক শিক্ষাসফরের কথা।

পুঁথিগত বিদ্যার বাইরে সামাজিক শিক্ষায় শিক্ষার্থীদের সুস্থ ধারার মানুষিকতা গড়ার লক্ষ্যে স্কুলের সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীনের নেতৃত্বে রোববার ( ২৬ জানুয়ারী) অনুষ্ঠিত হয় স্কুলটির এবারের শিক্ষা সফর। এসময় শিক্ষক-পরিচালনা পরিষদ ও অভিভাবক উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় গাড়ি ছাড়ার কথা থাকলেও ৯ টায় স্কুলের মুল মাঠ থেকে দুটি গাড়ি যুগে প্রায় ১০০জনের দলটি দুপুরের আগেই পৌঁছে যায় দৃষ্টিনন্দন আনোয়ারা পার্কিরচরে। পরে সেখান থেকে লুচাই পার্কসহ আরো কিছু দর্শনীয় স্থান পরিদর্শন করে তারা। গাড়ির ভেতরে গানের তালে শিক্ষার্থীদের নাচ-গান শিক্ষামূলক বিভিন্ন বিনোদনের পর্বগুলো শিক্ষাসফরের আমেজটা বহুগুনে বাড়িয়ে দেয়। ফলে ২০২০ সালের শিক্ষা সফরটি শেষ করে দলটি যখন আপন মঞ্জিলে ফিরে আসে সন্ধার পরিমানটা তখন একটু বেড়ে গিয়েছে।

এবারের শিক্ষা সফরের অভিজ্ঞতা নিয়ে কথা বললে পরিক্ষার্থী শোভা বলেন, সত্যিই জীবনের চমৎকার একটি দিন কাটালাম। স্কুলের ছোট-বড় সকলের সাথে আনন্দঘন পরিবেশে এরকম দর্শনীয় স্থান পরিদর্শন করার মাধ্যমে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা জন্ম নিবে বলে আমি মনে করি। ক্লাসের বাইরে এরকম মিলনমেলা পড়াশোনার একঘেয়েমি কাঠিয়ে বইয়ের প্রতি আমাদের আরো বেশি উৎসাহিত করবে। এবারের শিক্ষা সফরে প্রিয় শিক্ষক, সহপাঠী আর বড় ভাইদের আন্তরিকতায় রীতিমতো মুগ্ধ হয়েছি। যেটি কখনও ভুলা যাবে না।

৯ম শ্রেণির ছাত্র সাইফুল্লাহ বলেন, সত্যিই সকলে মিলে অসাধারণ একটা দিন কাটালাম, প্রকৃতি আর ঐতিহাসিক বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার মাধ্যমে আমরা অনেক কিছু শিখলাম, যেটা ভবিষ্যতে কাজে আসবে।

শিক্ষাসফরের আয়োজন নিয়ে সভাপতি মুহাম্মদ সরোয়ার উদ্দীন বলেন, জীবনের সাথে শিক্ষার সম্পর্ক যেমন নিবিড়। তেমনি শিক্ষার সাথে জীবনেরও। শিক্ষার প্রতিটি ক্ষেত্রেই সফরের গুরুত্ব রয়েছে। তাই ক্লাস ছাড়াও জ্ঞানের জন্য এরকম শিক্ষাসফর অবিচ্ছেদ্য একটি অংশ। আর এ কারণেই আমি এ শিক্ষা সফরের আয়োজন করেছি। এইরকম আয়োজনের দ্বারা শিক্ষার্থীরা যে বাস্তবিক জ্ঞান পেয়ে থাকে ভবিষ্যতে চলার পথে এই জ্ঞানটা তাদের নতুনভাবে প্রানিত করবে বলে মনে করি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *