প্রাণঘাতি করোনা ভাইরাস মারাত্মক রূপ নিয়েছে। যা মোকাবেলায় হিমহিম খেতে হচ্ছে চীনকে। এ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৬ জনে। আক্রান্ত সাড়ে চর হাজারের বেশি।
এক কোটি ১০ লাখ মানুষের চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চীনা বর্ষবরণেও আছে কড়াকড়ি। বেইজিং, সাংহাই, সিয়ান এবং তিয়ানজিয়ানে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে। চীন ছাড়াও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, থাইল্যান্ডসহ ১৩ দেশে এরই মধ্যে ৪৪ জন করোনা আক্রান্ত চিহ্নিত করা হয়েছে।
গত ডিসেম্বর চীনের উহান শহরে করোনা ভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।
এদিকে, ড্যানি শোহাম নামে এক ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাবেক কর্মকর্তা দাবি করেছেন, চীনের জৈব রাসায়নিক অস্ত্র গবেষণাগার থেকে বিশ্বজুড়ে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে।
Leave a Reply