রাউজানে বাস উল্টে নিহত ২

চট্টগ্রামের রাউজান উপজেলার পাহাড়তলীতে একটি যাত্রীবাহী বাস উল্টে ২ জন নিহত এবং ২৫, জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলী বাজারের পাশে পিংক সিটি ২ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে চন্দ্রঘোনার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল।

নিহতরা হলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলক এলাকার মালেকের স্ত্রী জাহানারা (৫৫) ও রাঙ্গুনিয়ার বাসিন্দা ইমাম (৪৫)।

আহতরা রাউজান এবং হাটহাজারির বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এছাড়া উক্ত সড়ক দুর্ঘটনায় চুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুর রাজ্জাক ও পেট্রোলিয়াম এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক নাদিয়া মেহজাবিন আহত হয়েছেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্ল্যাহ দুই জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *