মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কের একটি দোতালা ভবনের জুতার দোকানে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভবনের নিচ তলার পিংকি সু স্টোর থেকে আগুনের সূত্রপাত হয়। মৌলভীবাজার মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হল- সুভাষ রায়, দিপ্তরায়, দিবা রায়, দিপিকা রায়, প্রিয়া রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে শহরের সাইফুর রহমান রোডের পিংকি সু স্টোরে আগুনের সূত্রপাত হয়। সুভাষ রায় নামে এক ব্যক্তি দোকানটি পরিচালনা করতেন; তার বাসাও ছিল দোকান লাগোয়া। সেখান থেকেই আগুনের সূত্রপাত হয়। আগুনে দোকান ও বাসা দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় দোকানের ওপরের বাসায় সবাই আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আটকা পড়াদের মধ্যে পাঁচজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক আব্দুল্লাহ হারুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। লাশগুলো উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শর্য্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
Leave a Reply