বান্দরবানের লামায় বন্যহাতির আক্রমণে জহুরা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) ভোররাতে উপজেলার সরই ইউনিয়নের কালাইয়া আগা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জহুরা স্থানীয় ফজলুল হকের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা মাস্টার মো. শহিদুল্লাহ জানান, ভোররাতে বন্যহাতির দল এলাকায় ঢুকে তাণ্ডব চালিয়ে ৮-১০টি ঘরবাড়ি ভেঙে ফেলে। এ সময় পালানোর চেষ্টাকালে হাতির আক্রমণে মারা যায় জাহেরা। তবে অন্যরা পালাতে সক্ষম হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বন্যহাতির দলে ১৪টি হাতি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।
পরে হাতির দলটি বিভক্ত হয়ে টংকাবতী এবং লামার দিকে চলে যায়। আর সাতটি হাতি এখনও সরই পাহাড়ে অবস্থান করছে।
সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিউল আলম বলেন, এলাকাটি দুর্গম। আমরা মরদেহটি উদ্ধারে ঘটনাস্থলে যাচ্ছি।
Leave a Reply