মাদামবিবিরহাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে বিদায় ও দোয়া অনুষ্ঠিত

সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের মাদামবিবির হাট শাহ্জাহান উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী আজম এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক আবদুর রহমান,ও জাকারিয়া সরকারের সঞ্চালনায় উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সভাপতি সৈয়দ মোঃ আবু তাহের ইঞ্জিনিয়ার।

তিনি বলেন, জাতীয় কবি নজরুল ইসলামের পুথিগত বিদ্যা ছিলনা, তবুও তার অনেক লেখা ক্লাসে পড়ানো হয়। যে শিক্ষার্থী পিতা-মাতাকে ভাল বাসতে পারে, সে সব কিছু করতে পারে। গুরুজনের প্রতি শ্রদ্ধা, ভক্তি ও ভালবাসা থাকলে জীবন গড়ার কাজে সবচেয়ে বেশী ভূমিকা রাখে।ভাল মানুষ সাজলে হবেনা, আদর্শবান হতে হবে।

এসময় আরো বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মোঃ আব্দুল করিম, কায়সার আলম, মোঃ আলাউদ্দিন, মোঃ নূর নবী ,শিক্ষক মোঃ শাহজাহান, বেলাল হোসেন, মমতাজ রোকসানা আক্তার,

বক্তব্য রাখেন বিদায়ি শিক্ষার্থী নাঈম উদ্দিন (ইমন),শিক্ষার্থী নূরে সাবরিনা জান্নাত, সামিয়া সারমিন, সাজ্জাদ হোসেন, রেজাউল করিম, মেহেরুন নেছা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শিক্ষক সাদেকুর রহমান ফারুকী।

বিদ্যালয় থেকে ২৩৩জন শিক্ষার্থী ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *