ওবায়দুল হক মানিক, আমিরাত থেকে : সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সহযোগিতা প্রসারিত করার জন্য সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরানের যে প্রচেষ্টা চালিয়েছে তার স্বীকৃতিস্বরূপ আরব আমিরাতের রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান তাকে পুরস্কৃত করেছেন।
আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান ২৯ জানুয়ারি বুধবার রাষ্ট্রদূত ইমরানকে মন্ত্রকের তার কার্যালয়ে পদক প্রদান করেন।
তিনি কূটনীতিকদের শুভকামনা ও সাফল্য কামনা করেন এবং সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সকল ক্ষেত্রে তার ভূমিকার প্রশংসা করেন।
রাষ্ট্রদূত ইমরানও শেখ খলিফার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাঁর বিজ্ঞ নীতি এ অঞ্চল ও আন্তর্জাতিকভাবে তিনি যে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তার জন্য তাঁর প্রশংসা করেন।
রাষ্ট্রদূত দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য সংযুক্ত আরব আমিরাতের সরকারী দফতরকে সহযোগিতা ও তার দায়িত্ব অর্পণের জন্য ধন্যবাদ জানায়।
Leave a Reply