আগামী ৪৮ ঘণ্টা দেশবাসী ইসির দিকে তাকিয়ে আছে: তাবিথ

সুষ্ঠু নির্বাচ‌নের লক্ষ্য আগামী ৪৮ ঘণ্টা দেশবাসী নির্বাচন ক‌মিশনের(ইসি) দি‌কে তা‌কি‌য়ে আছে ব‌লে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।

বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারী) বেলা সা‌ড়ে ১১টার দি‌কে জাতীয় প্রেসক্লা‌বে সাংবা‌দিক‌দের সা‌থে মত‌বি‌নিময়ের সময় তি‌নি এ কথা ব‌লেন।

তা‌বিথ আউয়াল ব‌লেন, নির্বাচনের দিন ঘিরে শঙ্কা রয়েছে। পোলিং এজেন্টরা কেন্দ্রে থাকতে পারবে কিনা তা নিশ্চিত নই। ইভিএমের বিষয়টা নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। ইতিবাচক মনোভাব নিয়ে এগুচ্ছি। নির্বাচন কমিশনের ভূমিকার উপর নির্ভর করে নিবার্চন কেমন হবে।

তি‌নি ব‌লেন, দেশ সংকটে আছে। আমরা সকলে বিভক্ত হয়ে গেছি। জনগণের সমস্যা সমাধানে ঐক্য প্রয়োজন। মেয়রের জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যম কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করি। এসময় তি‌নি বি‌ভিন্ন সম‌য়ে সাংবা‌দিক‌দের উপর হামলার নিন্দা জানান।

মতবিনিময় সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ব‌লেন, নির্বাচন নিয়ে সব শঙ্কা কেটে গেছে।

আশা করি সুষ্ঠু নির্বাচন হবে। আশা করি ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার সুযোগ পাবেন। প্রার্থীরাও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে আশা করি।

এ সময় আরো উপ‌স্থিত ছি‌লেন সা‌বেক সভাপ‌তি ইকবাল সোবহান চৌধুরী, কোষাধক্ষ শ্যামল দত্ত, সা‌বেক সভাপ‌তি শওকত মাহমুদ, সা‌বেক সাধারণ সম্পাদক আবদাল আহ‌মেদ, সা‌বেক যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস হো‌সেন, বাংলা‌দেশ ফেডা‌রেল সাংবা‌দিক ইউনিয়‌নের সভাপ‌তি রুহুল আমিন গাজী, মহাস‌চিব এম আব্দুল্লাহ, ঢাকা সাংবা‌দিক ইউনিয়‌নের সভাপতি ‌কাদের গ‌ণি চৌধুরী, সাধারণ সম্পাদক মো: শ‌হিদুল ইসলাম, ‌ডিআরইউর সা‌বেক সাধারণ সম্পাদক মোরসা‌লিন নোমানী, বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা হা‌বিবুর রহমান হা‌বিব, বিএন‌পির সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবা‌য়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএন‌পি ও তার অঙ্গ ও সহ‌যো‌গী সংগঠ‌নের নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *