ভাটিয়ারী-হাটহাজারী লিংক রোডে নারী শ্রমিককে গণধর্ষণ

সীতাকুণ্ড প্রতিনিধি :.প্রেমিকের সহায়তায় এক কারখানা নারী শ্রমিককে গণধর্ষণের মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাতে ভাটিয়ারীর বড়দীঘির পাড় লিংক রোডের হাটহাজারী সীমানায় এক কারখানার শ্রমিক গণধর্ষণের শিকার হয়।

জানা যায়, নোয়াখালীর জেলার এক যুবতী নারী সীতাকুণ্ডস্থ বাঁশবাড়িয়া এলাকার একটি কারখানায় চাকরি করেন। তার সাথে এক সিএনজি চালকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত মঙ্গলবার প্রেমিক-প্রেমিকা বড়দীঘিরপাড় ভাটিয়ারী সড়কের পর্যটন এলাকায় বেড়াতে আসে। সন্ধ্যার দিকে ঐ নারীকে প্রেমিকের সহযোগীরা মিলে জোরপূর্বক গণধর্ষণ করে। ধর্ষণের পর প্রেমিক তার সহযোগীদের নিয়ে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ ধর্ষিতাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে বিষয়টি হাটহাজারী থানা পুলিশকে অবহিত করলে রাত তিনটার দিকে থানা পুলিশ তাকে হাটহাজারীতে এনে জিজ্ঞাসাবাদের পর মামলা রেকর্ড করে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।

এঘটনায় বুধবার ধর্ষিতা বাদী হয়ে হাটহাজারী থানায় মামলা দায়ের করে। এদিকে এ ঘটনায় জড়িত দুইজনকে বুধবার সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে জাহেদ (২৪) ও রাজিব (২৩) নামে দুই ধর্ষককে পুুুলিশ গ্রেপ্তার করে।

হাটহাজারী থানার ওসি (মিডিয়া) তৌহিদুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। সীতাকুণ্ড ও হাটহাজারী থানার যৌথ অভিযানে তিনজনের মধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *