প্রোটিয়াদের উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। যুবাদের বিশ্ব আসরে এ নিয়ে দ্বিতীয়বার শেষ চারে জায়গা করে নিল টাইগাররা।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পচেফস্ট্রুমে স্বাগতিক দলকে ১০৪ রানের পরাজয়ের স্বাদ দেয় আকবর আলীর নেতৃত্বাধীন বাংলাদেশ দল। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৬১ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রোটিয়ারা গুটিয়ে যায় ১৫৭ রানে।

টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছিলেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। তবে ধীর-স্থির ভঙ্গিতে খেলেও ইনিংস বড় করতে পারেননি ইমন। তার বিদায়ের পর সাজঘরে ফেরেন মাহমুদুল হাসান জয়ও। তবে তৌহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে দেখেশুনে খেলে যান ইমন। দুজনই পূর্ণ করেন অর্ধ-শতক।

অর্ধ-শতক তুলে নেন শাহাদাত হোসেনও। তাদের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ২৬১ রান।

দলের পক্ষে তামিম ৮৪ বলে ৮০, শাহাদাত ৭৬ বলে ৭৪ ও হৃদয় ৭৩ বলে ৫১ রান করেন। এছাড়া ১১ বলে ১৬ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক আকবর। দক্ষিণ আফ্রিকার যুবাদের পক্ষে ফেকো মলেটসেন দুটি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকা প্রথম উইকেট হারায় দলীয় ৩৪ রানে। ওপেনার খানিয়া কোটানিকে সাজঘরে ফেরান তানজিম হাসান সাকিব। এরপর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সাকিব ও শরিফুল ইসলামের সাথে প্রোটিয়া শিবিরে আঘাত হানেন স্পিনার রকিবুল হাসান। মূলত রকিবুলের ঘূর্ণিতেই খেই হারায় দক্ষিণ আফ্রিকা।

অবশ্য প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন লুক বিউফোর্ট। তবে তার একক প্রচেষ্টা সফল হয়নি সতীর্থদের সঙ্গহীনতায়। ৯০ বলে ৬০ রান করে দলের পক্ষে একমাত্র উল্লেখযোগ্য স্কোর তার। এছাড়া ৩৪ রান আসে জনাথন বার্ডের ব্যাট থেকে। শেষপর্যন্ত ৪২.৩ ওভার ব্যাট করে প্রোটিয়াদের ইনিংস থামে ১৫৭ রানে। বাংলাদেশ পায় ১০৪ রানের জয়।

বাংলাদেশের পক্ষে রকিবুল একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া সাকিব দুটি এবং শরিফুল ও শামিম একটি উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

টস: দক্ষিণ আফ্রিকা

বাংলাদেশ ২৬১/৫ (৫০ ওভার)
তামিম ৮০, শাহাদাত ৭৪, হৃদয় ৫১
মলেটসেন ৪১/২, ভ্যান ভুরেন ৪৬/১

দক্ষিণ আফ্রিকা ১৫৭ (৪২.৩ ওভার)
বিউফোর্ট ৬০, বার্ড ৩৫, লিস ১৯
রকিবুল ৩২/৫, সাকিব ৪১/২, শরিফুল ২৮/১, শামিম ৩৬/১

ফল: বাংলাদেশ ১০৪ রানে জয়ী।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *