সিটি নির্বাচনে আ’লীগ প্রার্থীদের ব্যাপক ব্যবধানে বিজয় নিশ্চিত: জয়

রাজধানীর দুই সিটি মেয়র নির্বাচনে আওয়ামী লীগ ব্যাপক ব্যবধানে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

তিনি বলেন, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে নিশ্চিত।’

গতকাল বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন জয়।

ওই স্ট্যাটাসে জয় ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র নির্বাচন নিয়ে সম্প্রতি করা একটি জনমত জরিপের ফল উল্লেখ করেন।

এবং ফল বিশ্লেষণে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থীদের জয় নিশ্চিত বলে আশা ব্যক্ত করেন।

ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি পাঠকের উদ্দেশে তুলে ধরা হলো– ‘ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়র নির্বাচন নিয়ে আমরা সাম্প্রতিক সময়ে একটি জনমত জরিপ করিয়েছিলাম। উত্তরের ভোটারদের মধ্যে জরিপে অংশ নেন ১৩০১ জন ও দক্ষিণে অংশ নেন ১২৪৫ ভোটার। ভোটার লিস্ট থেকে রেন্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে তাদের বাছাই করা হয়। জরিপটি করা হয় সামনাসামনি; অর্থাৎ অনলাইনের মাধ্যমে নয়।’

এর পর জয় লেখেন– ‘মক ব্যালটের মাধ্যমে এই জরিপটি করার কারণে আমরা বা জরিপকারী কারোরই জানার সুযোগ থাকে না কে কাকে ভোট দিল। জরিপ করার সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভুল পদ্ধতি এটি। নির্ভয়ে-নির্দ্বিধায় মানুষ জরিপে অংশগ্রহণ করতে পারে। তার পরও যারা কোনো অপশনই বেছে নেন না, তাদের ভোট দেয়ার সম্ভাবনাই কম। কারণ সাধারণত কোনো নির্বাচনেই ১০০ শতাংশ ভোট পড়ে না। এই জরিপের ফল ভুল হওয়ার সম্ভাবনা +-৩ শতাংশ।’

জরিপটির বিষয়ে জয় বলেন, ‘জরিপটি করা হয় যখন দলগুলো তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। তাই জরিপের সঙ্গে আসল ফলের কিছুটা পার্থক্য হতেই পারে। তার পরও সেই পার্থক্য ৫-১০ শতাংশের বেশি হওয়ার সম্ভাবনা একেবারেই কম। কারণ মাত্র এক মাসের ব্যবধানে ১০ শতাংশের বেশি ভোট কোনো দলের পক্ষেই পরিবর্তন করে নিজেদের পক্ষে নিয়ে আসা কঠিন।’

জরিপের ফল বিশ্লেষণের ভিত্তিতে সবশেষে জয় বলেন, ‘এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে জয়ও নিশ্চিত।’

https://www.facebook.com/310576809078749/posts/1797195487083533/

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *