সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ এলাকা থেকে মোঃ মোসলেম উদ্দিন (১৫) নামের এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার (৩১ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বিএমএ এলাকার গালফ ক্লাবের ১১ নম্বর হোলের পাশ্ববর্তী লেক থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, লেকে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় জনসাধারণ বিষয়টি পুলিশকে জানালে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখের নেতৃত্বে পুলিশ লাশটি উদ্ধার করে।
সে গাল্ফ ক্লাবের অস্থায়ী বল বয় হিসেবে কর্মরত ছিল। সে ভটিয়ারী ইউনিয়নের পূর্ব হাসানাবাদ এলাকার মোহাম্মদ মুসার পুত্র।
এব্যাপারে ওসি (তদন্ত) শামিম শেখ বলেন, ভাটিয়ারীর লেকে লাশ পাওয়ার খবর পেয়ে ঐ জায়গায় গিয়ে লাশটি উদ্ধার করি। ধারণা করা হচ্ছে ছেলেটি সাতার জানতো না হয়তো লেকে পড়ে যাওয়ায় সে আর উঠতে পারেনি।
Leave a Reply