সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডের বার আউলিয়ায় আগুনে পুড়ে গেছে তিনটি বসত ঘর।
শুক্রবার (৩১ জানুয়ারী) রাত সাড়ে সাতটার সময়
শিয়ারীপুল এলকার দলাইয়ারপাড়া গ্রামে আবসার আলী দফাদার বাড়িতে উক্ত আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ফায়ার সার্ভিস।
আগুনে জানে আলম, মহিউদ্দিন ও জামাল উদ্দিনের তিনটি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এব্যাপারে কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ সাদেক বলেন, ঘরে আগুন লাগার সময় কেউ ছিলেন না। তারা একটি বিয়ের অনুষ্ঠানে যায়। ধারনা করা হচ্ছে বিদ্যুতিক শর্টসাকিট থেকে আগুন লাগার সূত্রপাত। আগুনে আনুমানিক তিনলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্রম হয়।
Leave a Reply