দূর্গা পূজা উপলক্ষে শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ- বাংলাদেশ, হাটহাজারী উপজেলা শাখার সভাপতি লিটন মহাজন ও সাধারণ সম্পাদক সাংবাদিক বাবলু দাশ।
তারা বলেন, “হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে দেশের সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানাই। দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি।”
আরও বলেন, “হিংসা-বিদ্বেষ, রক্তারক্তি পরিহার করে সমাজে শান্তি ও সাম্য প্রতিষ্ঠায় ব্রতী হওয়া মানুষ হিসেবে আমাদের কর্তব্য। দুর্গাপূজার অন্তর্নিহিত বাণীই হচ্ছে হিংসা, লোভ ও ক্রোধরূপী ওসুরকে বিনাশ করে সমাজে স্বর্গীয় শান্তি প্রতিষ্ঠা করা, যেখানে ন্যায় ও সুবিচার নিশ্চিত হবে।”
এবারের শারদীয় দুর্গোৎসব সারাদেশে উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে অসাম্প্রদায়িক চিন্তাচর্চার দৃষ্টান্ত হিসেবে শান্তির বার্তা আনবে বলে আশা রাখেন।
সকল পূজার্থীরা প্রশাসনের বিভিন্ন নির্দেশনার উপর গুরুত্ব রেখে অনাকাঙ্ক্ষিত সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য আহবান করেন।
Leave a Reply