করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৫৯

প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাসে চীনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫৯ জনে। অন্যদিকে ক্রমেই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন বলে জানা গেছে। ইতিমধ্যেই এনিয়ে পদক্ষেপ নিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। হু কর্তৃব করোনা ভাইরাস ছড়িয়ে পড়াকে বিশ্বব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

মৃতের সংখ্যা বেড়ে ২৫৯
শুক্রবার চীন প্রশাসনের জানানো হয়েছিল মৃতের সংখ্যা ২১৩। শনিবার দিনের শুরুতে জানানো হয় মৃতের সংখ্যা পৌঁছে গিয়েছে ২৫৯ তে। বেশিরভাগ মৃত্যুর ঘটনাই ঘটেছে চিনের হুবেই প্রদেশে।

আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে ১১, ৭৯১
শুক্রবার চীনের প্রশাসনের তরফে জানানো হয়েছিল আক্রান্তের সংখ্যা প্রায় ৯০০০। শনিবার জানানো হয়েছে আক্রান্তের সংখ্যা ১১,৭৯১ জন। হুবেই প্রদেশে ইতিমধ্যেই নোবেল করোনা ভাইরাসকে মহামারি বলছে স্থানীয় প্রশাসন।

হাসপাতাল থেকে মুক্ত ২৪৩ জন
তবে এত কিছুর মধ্যেই কিছুটা আশার কথাও শোনা যাচ্ছে। সেখানকার হাসপাতাল থেকে ২৪৩ জনকে রোগ মুক্ত বলে ঘোষণা করা হয়েছে। উহান প্রদেশে নোবেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা প্রথম সামনে আসে গত বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে।

করোনা ভাইরাস ছড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশে- অস্ট্রেলিয়া, ফ্রান্স, আমেরিকা এবং চীনকে বাদ দিয়ে এশিয়ার সাতটি দেশে আক্রান্তের খবর পাওয়া গেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *