সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার পর রাজধানীর নয়া পল্টনে আওয়ামী লীগ এবং বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির একদল নেতাকর্মী অবস্থান করছিলেন। রাস্তার অপর পাশ দিয়ে আওয়ামী লীগের একটি মিছিল যাচ্ছিল। এসময় দুইপক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ২৫ মিনিট থেমে থেমে ইট-পাটকেল ছোঁড়াছুড়ি হয় দুই পক্ষের মধ্যে।
পরে সন্ধ্যা পৌনে ছয়টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে হতাহতের ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
Leave a Reply