রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়া ইউনিয়নের সামমাহালদার পাড়া আয়শা ফ্রি মেডিকেলের উদ্যোগে গতকাল শুক্রবার দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা অনুষ্ঠিত হয়েছে।
মেডিকেল মাঠে আয়োজিত এ চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের মধ্যে ঔষধও বিতরণ করা হয়। সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলা চিকিৎসাসেবায় মোট ২ হাজার রোগী সেবা ও ঔষধ নেন। এতে সার্বিক সহযোগিতা দেন রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট।
এদিন সকালে চিকিৎসাসেবা কার্যক্রম উদ্বোধন করেন আয়শা মেডিকেলের প্রতিষ্ঠাতা ও ব্যবসায়ী মুহাম্মদ আলী।
মিসেস আয়শা খাতুনের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বি এম এ) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ডাঃ শেখ শফিউল আজম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিকন্ডিশন বেইকেলস এসোসিয়েশন সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, পুলিশের ওসি জসিম উদ্দিন, চট্টগ্রাম বিপনি বিতান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের অধ্যাপক ডা. মুহাম্মদ ইউসুফ, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হাবিব উল্লাহ মাস্টার, ব্যবসায়ী ইলিয়াছ বাহাদুর, রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলার সদস্য আনোয়ার আজম, কবি জিন্নাহ চৌধুরী, অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, ইকবাল চৌধুরী, ব্যবসায়ী শামিম মাহমুদ চৌধুরী।
উপস্থিত ছিলেন সাংবাদিক এস এম ইউসুফ উদ্দিন, ইউপি সদস্য এসএম হাফিজুর রহমান, রাউজান উপজেলা ছাত্রলীগ দক্ষিণের সভাপতি সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন, যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম, লিয়াকত আলী, শওকত আলী, লোকমান আলী, জিন্নাত আলী, মঈনুদ্দিন মুন্না, মুহাম্মদ ফরহাদ প্রমুখ।
চিকিৎসাসেবা নিতে আসা প্রায় ২ হাজার রোগীদের দুপুরের খাবারও দেওয়া হয়।
Leave a Reply