পাকিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে লড়বে বাংলাদেশ ক্রিকেট দল। যার প্রথমটি ৭ ফেব্রুয়ারি শুরু হবে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মুমিনুল হককে অধিনায়ক করে ঘোষিত দলে এসেছে বেশ কিছু পরিবর্তন । বাংলাদেশের সবশেষ ভারত সফরের দলে থাকা দুই ওপেনার- সাদমান ইসলাম ও ইমরুল কায়েস নেই ঘোষিত দলে। তাছাড়া বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, পেসার মুস্তাফিজুর রহমান ও স্পিনার মেহেদী হাসান মিরাজও।

তাদের বাদ পড়ার ভিড়ে দলে ফিরেছেন তামিম ইকবাল, রুবেল হোসেন ও নাজমুল হোসেন শান্ত।

ব্যক্তিগত কারণে ভারত সফরের দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম। যার ফলে বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজে খেলতে দেখা যায়নি তাকে। পাকিস্তান সফরের দলে আবারও ফিরেছেন তিনি।

ইঞ্জুরির জন্য সাদমান ইসলামের পাকিস্তান সফরে অনিশ্চিত, এমনটা জানা গিয়েছিল আগেই। তার জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করলেও লাভ হয়নি। পুরোপুরি ফিট না হওয়ায় তাকে ছাড়াই পাকিস্তান সফরে যেতে হচ্ছে বাংলাদেশকে। সাদমানের মতো একই কারণে কপাল পুড়েছে আরেক ওপেনার ইমরুল কায়েসেরও।

এই দুই ওপেনারের ছিটকে যাওয়ায় দলে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকার ও শান্তকে।

প্রসঙ্গত, দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে চলতি মাসের ৪ তারিখ পাকিস্তান যাবে টাইগাররা। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে সাদা পোশাকের লড়াইয়ের পর দেশে ফিরে আসবে মুমিনুলরা। এরপর সিরিজের শেষ ম্যাচ খেলতে এপ্রিলে আবারও পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এ যাত্রায় করাচিতে অনুষ্টিত হবে দু’দলের মধ্যকার শেষ টেস্টটি।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, আল-আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *