২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইতে পৃথক সড়ক দুর্ঘটনায় দীপক চন্দ্র নাথ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পৃথক দুটি ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
রবিবার সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের বড়তাকিয়া বাজার এলাকায় এবং দুপুর ২টার সময় জোরারগঞ্জের সোনাপাহাড়ে পৃথক সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রবিবার সকাল সাড়ে ৭টার সময় বড়তাকিয়া বাজার বাইপাস রোডে বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যান সামনে থাকা একটি সবজিবাহী রিকশাভ্যানকে চাপা দেয়। এতে রিকশায় থাকা কৃষক দীপক চন্দ্র নাথ (৫০) ঘটনাস্থলেই মারা যান এবং একই ঘটনায় রিকশা ভ্যান চালক গুরুতর আহত হয়।
নিহত দীপক চন্দ্র উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব খৈয়াছড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন পূর্ব খৈয়াছড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য এস এম নুরুল আবছার।
অন্যদিকে একই দিন দুপুর ২টার সময় মিরসরাইয়ের জোরারগঞ্জের সোনাপাহাড়ে চট্টগ্রামগামী এনা পরিবহনের একটি বাস (ঢাকামেট্রো-ব-১৪-৮২৮২) ওমেরা গ্যাসবাহী একটি লরির পেছনে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। এতে বাসের ৫ যাত্রী আহত হয়।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে এবং ক্ষতিগ্রস্থ বাসটি উদ্ধার করে পুলিশ জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
Leave a Reply