২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক : সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক সরওয়ার জাহান টুটুলের মাদক সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর মাদকের সাথে সংশ্লিষ্টতার প্রমান মিলেছে। প্রমাণ পাওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
জানা যায়, চট্টগ্রাম উওর জেলা ছাত্রলীগের সভাপতি তানভির হোসেন তপু ও সাধারণ সম্পাদক রেজাউল করিম এর স্বাক্ষরিত এক বিবৃতিতে মাদকের সাথে সংশ্লিষ্টতার প্রমানে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও বাঁশবাড়ীয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদ থেকে সরওয়ার জাহান টুটুলকে অব্যাহতি দিয়েছেন। আরো খবর : ছাত্রলীগ নেতা টুটুলের মাদক সেবনের ছবি ভাইরাল
উল্লেখ্য যে, টুটুলের মাদক সেবনের একটি ছবি গত সাপ্তাহে ফেসবুকে ভাইরাল হয়। রুমে বসে মাদক সেবনের ছবিটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বেশ সরগরম হয়ে উঠেছে।
বিভিন্ন ব্যক্তি ছবিটি শেয়ার দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দলের প্রতি দাবী জানান। এরপর দলের পক্ষ থেকে মাদক সেবনের বিষয়টি তদন্ত করলে তার সত্যতা মিলে।
এদিকে অভিযুক্ত টুটুল বিষয়টি তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন।
Leave a Reply